Wednesday, March 16 2022

আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন ১,৩১,০০০

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন কন্ট্রি লা ফেইম (এসিএফ) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে প্রোগ্রাম ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: প্রোগ্রাম ম্যানেজার, মেন্টাল হেলথ, সাইকোসোশ্যাল সাপোর্ট অ্যান্ড প্রটেকশন
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা ও অভিজ্ঞতা: ক্লিনিক্যাল সাইকোলজিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসেবে অন্তত দুই বছর ও কোনো মানবাধিকার সংস্থায় মাঠপর্যায়ে এক বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এমএইচপিএসএসে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নিউট্রিশন প্রোগ্রামে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। যোগাযোগে দক্ষতা থাকতে হবে।

কাজের ধরন: ছয় মাসের চুক্তিভিত্তিক
কর্মস্থল: কক্সবাজার
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১ লাখ ৩১ হাজার টাকা। এ ছাড়া বছরে দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, চুক্তি শেষে এক মাসের সমপরিমাণ বেতন, বছরে ১ লাখ ২০ হাজার টাকার স্বাস্থ্য সুবিধা, জীবনবিমা, মাতৃত্বকালীন তিনটি মূল বেতনের সমপরিমাণ আর্থিক সুবিধা, বিয়ে ও সন্তান জন্মের সময় ভাতার সুবিধা রয়েছে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংকে (https://mybdjobs.bdjobs.com/mybdjobs/signin.asp?5a5]3[1bDaA\Jbpaa[y^p_A\nalcOcob/_o_.aj_b`scob/c=cgap[r]t^r[y`p]AZo^=_6]8[0[=aI^O]?[s\.[l`p\ebibn_b`J`mcc^s]o_d\.`b]j[/`e[a^n`u`ec&al_pabbJ^pa8) লগইন করে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক (https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1038565&fcatId=12&ln=1) থেকে জানা যাবে।

আবেদনের শেষ তারিখ : ২৯ মার্চ ২০২২।

আবেদনের শেষ তারিখ : ২৯ মার্চ ২০২২।


RECENT NEWS

বিসিএস প্রশাসন একাডেমিতে একাধিক পদে চাকরির সুযোগ

আবেদনের সময়সীমা: ২৪ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর ২০২৩

8 days ago

দ্য ডেইলি স্টারে চাকরি, নবীন স্নাতকদেরও আবেদনের সুযোগ

আবেদনের শেষ সময়: ২৯ সেপ্টেম্বর, ২০২৩

8 days ago