Wednesday, March 16 2022

ব্র্যাক ব্যাংকে চাকরি, লাগবে না অভিজ্ঞতা

বেসরকারি ব্র্যাক ব্যাংক লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি এসএমই ব্যাংকিং বিভাগে জনবল নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

  • পদের নাম: রিলেশনশিপ অফিসার
    বিভাগ: এসএমই ব্যাংকিং
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এসএমই মার্কেটে ঋণ বিষয়ে জানাশোনা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। মোটরসাইকেল চালানো জানতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া ইনসেনটিভ ও মুঠোফোন বিলসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংকে (https://mybdjobs.bdjobs.com/mybdjobs/signin.asp?5_5[3c1`D_AcJ`p_acy\p]A[n`laOao`/]o].[b_j]b_sboa/a=ag_pcr[tcy_p[Abo\=]1[8]0c=_I\O\?Zsa.cl^p[e`i`n]b^J_mac[o^d\.^b[jc/_eca\n^u^eb&`l]p_baJ]p_6) লগইন করে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক (https://hotjobs.bdjobs.com/jobs/bracbank/bracbank417.htm) থেকে জানা যাবে।

আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ ২০২২।

আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ ২০২২।


RECENT NEWS

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ

আবেদনের শেষ সময়- ২৪ মার্চ, ২০২৩

2 days ago

৪৫তম বিসিএস পরীক্ষা ২০২২ এর প্রিলিমিনারি টেস্টের সময়সূচি

১৯.০৫.২০২৩ তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে

4 days ago