রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি, বেতন ৩৫,০০০
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ভাসানচর অপারেশন প্রজেক্টে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: ডিস্ট্রিবিউশন অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ৩
যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীদের অন্তত এইচএসসি পাস হতে হবে। চাকরি বা স্বেচ্ছাসেবক হিসেবে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকদের অগ্রাধিকার দেওয়া হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে। কম্পিউটার পরিচালনায় প্রাথমিক ধারণা থাকতে হবে।
বয়স: ৩০
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ভাসানচর, হাতিয়া, নোয়াখালী
বেতন: মাসিক বেতন ৩৫,০০০ টাকা
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংকে (https://mybdjobs.bdjobs.com/mybdjobs/signin.asp?6_0[3c1aD`A]J`p`acy\p^A[n`lbOaoa/]o^.[b_j^b_sboa/a=ag`par\t]rcy_p[Abo]=^0\9a0Z=`I]O\?as[.^l_p[e`ian]b^J_mac\o^d[.^b\jc/_eZa\n_u_eb&`l^p_baJ]p_6) লগইন করে আবেদন করতে হবে। আবেদন করার আগে এই লিংক (https://hotjobs.bdjobs.com/jobs/bdrcs/bdrcs286.htm) থেকে নিয়োগ ও আবেদনপ্রক্রিয়া-সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নিতে হবে।
আবেদনের শেষ সময়: ২২ মার্চ ২০২২।
আবেদনের শেষ সময়: ২২ মার্চ ২০২২।
বিসিএস প্রশাসন একাডেমিতে একাধিক পদে চাকরির সুযোগ
আবেদনের সময়সীমা: ২৪ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর ২০২৩

দ্য ডেইলি স্টারে চাকরি, নবীন স্নাতকদেরও আবেদনের সুযোগ
আবেদনের শেষ সময়: ২৯ সেপ্টেম্বর, ২০২৩
