৬৫,০০০ টাকা বেতনে চাকরি, কর্মস্থল উখিয়া
চট্টগ্রামভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজার প্রকল্পে কর্মী নিয়োগে দেবে। আগ্রহী প্রার্থীরা ই-মেইল, অনলাইন বা ডাকযোগে আবেদন করতে পারবেন।
পদের নাম: বিজনেস ডেভেলপমেন্ট অফিসার
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস স্টাডিজ/ মেরিন সায়েন্স/ ফিসারিজ বিভাগে স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় অ্যাকুয়াকালচার প্রজেক্টে অন্তত দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ফটোগ্রাফির দক্ষতা থাকতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। মোটরসাইকেল চালানো জানতে হবে এবং বৈধ লাইসেন্স থাকতে হবে।
চাকরির ধরন: ৬ মাসের চুক্তিভিত্তিক
কর্মস্থল: উখিয়া
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন: ৬৫,০০০ টাকা। এ ছাড়া উৎসব বোনাস, ভ্রমণ ও যোগাযোগ ভাতা দেওয়া হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা ই-মেইল, অনলাইন বা ডাকযোগে আবেদন করতে পারবেন। অনলাইনে এই লিংকে (https://mybdjobs.bdjobs.com/mybdjobs/signin.asp?c3_7]3`1cD]AZJcp]a`yap^Acn[lcOboa/ao^.bbajbb[sZo[/[=cg]p_r`tby_p\A`oa=_5]9]0c=`I_O]?^s].bl^pceZi`nbbbJ]m_c_sao^db._b\jb/]e`abnbu[ec&albp`Jcp9) লগইন করে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক (https://hotjobs.bdjobs.com/jobs/prottyashi/prottyashi112.htm) থেকে জানা যাবে।
এ ছাড়া career.prottyashi@gmail.com এই ঠিকানায় কাভার লেটার, সদ্য তোলা ছবিসহ সিভি ই-মেইল করা যাবে। অথবা কাভার লেটার, সদ্য তোলা ছবিসহ সিভি ডাকযোগেও পাঠানো যাবে।
ডাকযোগে আবেদন পাঠানোর ঠিকানা: হিউম্যান রিসোর্স ম্যানেজার, প্রত্যাশী হেড অফিস, সৈয়দ বাড়ি, ৯০৩/এ, ওমর আলী মাতব্বর রোড (বহদ্দার বাড়ির কাছে), চান্দগাঁও, চট্টগ্রাম-৪২১২।
আবেদনের শেষ সময়: ২৬ মার্চ ২০২২।
আবেদনের শেষ সময়: ২৬ মার্চ ২০২২।
বেসরকারি সংস্থায় চাকরি, সপ্তাহে দুই দিন ছুটি
আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৩

ওয়াটারএইডে চাকরি, বেতন প্রায় সোয়া লাখ, দুই দিন ছুটি
আবেদনের শেষ তারিখ: ৫ জুন ২০২৩
