ব্লাস্টে চাকরির সুযোগ, বেতন ৩৪,৮৬০
বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ‘স্টাফ ল ইয়ার’ পদে কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: স্টাফ ল ইয়ার
পদসংখ্যা: ২
যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এলএলবি/এলএলএম ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। হাইকোর্ট এনরোলমেন্ট থাকতে হবে। এ ছাড়া অন্তত দুই বছর আদালতে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এনজিও সেক্টরে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। পাবলিক ইন্টারেস্ট নিয়ে অ্যাডভোকেসি করার সক্ষমতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৩৪,৮৬০ টাকা। এ ছাড়া দুটি উৎসব বোনাস ও প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এ লিংকে (https://mybdjobs.bdjobs.com/mybdjobs/signin.asp?\7b3`3^1]DaA]J]p`acy[pbA]n_l^O]o]/bob.[j_s^o^/^=]g`pbr_t`r\ybp_Aco[=c9a9a0]=]IcOa?bs`.\lbp]e^i\n[b\J^mccbs[obd[.cb`j\/aeca\n\u_e]&Zl\p^bZJ\p3) লগইন করে আবেদন করতে হবে। আবেদনের আগে এ লিংক (https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1039397&fcatId=22&ln=1) থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৯ মার্চ ২০২২
আবেদনের শেষ তারিখ: ২৯ মার্চ ২০২২
বিসিএস প্রশাসন একাডেমিতে একাধিক পদে চাকরির সুযোগ
আবেদনের সময়সীমা: ২৪ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর ২০২৩

দ্য ডেইলি স্টারে চাকরি, নবীন স্নাতকদেরও আবেদনের সুযোগ
আবেদনের শেষ সময়: ২৯ সেপ্টেম্বর, ২০২৩
