Thursday, March 31 2022

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরির সুযোগ

  • ১. পদের নাম: এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট (প্রটোকল অ্যান্ড ট্রাভেল)
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্ট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অর্থনীতি বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সাচিবিক কাজে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। জাতিসংঘের সংস্থা বা আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশের গণস্বাস্থ্য বিষয়ে জানাশোনা থাকতে হবে। যোগাযোগে দক্ষ এবং বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
    চাকরির ধরন: ১ বছরের চুক্তিভিত্তিক (চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে)
    কর্মস্থল: ঢাকা
    বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১ লাখ ৩০ হাজার ৬১৭ টাকা (বার্ষিক ১৫ লাখ ৬৭ হাজার ৪০৮ টাকা)। এ ছাড়া ইনস্যুরেন্স ও সংস্থার নীতিমালা অনুযায়ী ছুটির সুবিধা রয়েছে।

  • ২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট (আইসিটি)
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজিতে স্নাতক ডিগ্রি বা মাইক্রোসফট সার্টিফায়েড সিস্টেম ইঞ্জিনিয়ার হতে হবে। নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজমেন্ট অব হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার প্ল্যাটফর্ম, টেলিকমিউনিকেশনে অন্তত ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। জাতিসংঘের সংস্থা বা আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। যোগাযোগে দক্ষ এবং বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
    চাকরির ধরন: ১ বছরের চুক্তিভিত্তিক (চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে)
    কর্মস্থল: ঢাকা
    বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১ লাখ ৩০ হাজার ৬১৭ টাকা (বার্ষিক ১৫ লাখ ৬৭ হাজার ৪০৮ টাকা)। এ ছাড়া ইনস্যুরেন্স ও সংস্থার নীতিমালা অনুযায়ী ছুটির সুবিধা রয়েছে।

    আবেদন যেভাবে
    আগ্রহী প্রার্থীদের ডব্লিউএইচওর ক্যারিয়ার–বিষয়ক ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।

  • ৩. পদের নাম: এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট-এইচআর অ্যান্ড ট্রাভেল
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মানবসম্পদ, ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন, ফিন্যান্স/ অ্যাকাউন্টিং বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এইচআর ট্রেনিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে (পিজিডিএইচআরএম) স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। জাতিসংঘের সংস্থা, আন্তর্জাতিক সংস্থা বা বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল, আউটলুক, পাওয়ার পয়েন্ট ও অ্যাকসেসে দক্ষ হতে হবে। জিএসএম/ ওরাকলভিত্তিক ইআরপি সিস্টেম জানতে হবে। বাংলাদেশের গণস্বাস্থ্য বিষয়ে জানাশোনা থাকতে হবে। যোগাযোগে দক্ষ ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

সর্বমোট তিনটি পদের বেতন স্কেল ১ লক্ষ এর থেকে বেশি।


RECENT NEWS

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ

আবেদনের শেষ সময়- ২৪ মার্চ, ২০২৩

2 days ago

৪৫তম বিসিএস পরীক্ষা ২০২২ এর প্রিলিমিনারি টেস্টের সময়সূচি

১৯.০৫.২০২৩ তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে

4 days ago