Thursday, April 7 2022

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কয়েক পদে চাকরির সুযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি (https://cu.ac.bd/assets/notice/992_P35I19KQT2_Teacher%20Recruitment%20File%2022_opt.pdf) দিয়েছে। দেশের অন্যতম এই বিশ্ববিদ্যালয় অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে লোকবল নিয়োগ দেবে। বেতন স্কেল ও রীতি মোতাবেক প্রদেয় অন্যান্য ভাতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা ২৭ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।

১.
সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, পদসংখ্যা: ৪
২.
সহকারী অধ্যাপক (ফরেস্ট্রি), ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রেনমেন্টাল সায়েন্সেস বিভাগ, পদসংখ্যা: ১
৩.
সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, পদসংখ্যা: ২
৪.
সহকারী অধ্যাপক বা প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, পদসংখ্যা: ১
৫.
প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, পদসংখ্যা: ১
৬.
প্রভাষক (আর্ট অ্যান্ড আর্কিটেকচার), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, পদসংখ্যা: ১
৭.
প্রভাষক (শিক্ষা), ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ, পদসংখ্যা: ১
৮.
প্রভাষক (শিক্ষা), সহকারী অধ্যাপকের বিপরীতে, ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ, পদসংখ্যা: ১
৯.
প্রভাষক, সমাজতত্ত্ব বিভাগ, পদসংখ্যা: ২
১০.
প্রভাষক, লোকপ্রশাসন বিভাগ, পদসংখ্যা: ১
১১.
প্রভাষক, লোকপ্রশাসন বিভাগ, পদসংখ্যা: ৩ (ছুটিজনিত অস্থায়ী)
১২
প্রভাষক, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, পদসংখ্যা: ২
১৩.
প্রভাষক, ইস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রেনমেন্টাল সায়েন্সে, পদসংখ্যা: ১

বেতন স্কেল

সহকারী অধ্যাপক পদে কেউ নিয়োগ পেলে তিনি বেতন পাবেন ষষ্ঠ গ্রেডে। আর কেউ অধ্যাপক পদে নিয়োগ পেলে নবম গ্রেডে বেতন পাবেন।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে শিক্ষাগত যোগ্যতাসহ বিস্তারিত জেনে আবেদন করতে পারবেন। আবেদনের বিস্তারিত দেখতে এখানে (https://cu.ac.bd/assets/notice/992_P35I19KQT2_Teacher%20Recruitment%20File%2022_opt.pdf) ক্লিক করুন।

আগ্রহী প্রার্থীরা ২৭ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।


RECENT NEWS

বিসিএস প্রশাসন একাডেমিতে একাধিক পদে চাকরির সুযোগ

আবেদনের সময়সীমা: ২৪ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর ২০২৩

4 days ago

দ্য ডেইলি স্টারে চাকরি, নবীন স্নাতকদেরও আবেদনের সুযোগ

আবেদনের শেষ সময়: ২৯ সেপ্টেম্বর, ২০২৩

4 days ago