বুয়েটে চাকরির সুযোগ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) একটি প্রকল্পের জন্য জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে ফেরত খামসহ বুয়েটে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম: কোলাবোরেশন অফিসার
পদসংখ্যা: ১
যোগ্যতা: তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে কমপক্ষে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। প্রার্থীর শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/ বিভাগ গ্রহণযোগ্য নয়। গবেষণাসংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: সর্বসাকল্যে মাসিক বেতন ৩৫,৬০০ টাকা
যেভাবে আবেদন: প্রার্থীকে সাদা কাগজে নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয়তা, জন্ম তারিখ, মুঠোফোন নম্বর, গবেষণা প্রকাশনার তালিকা ইত্যাদি উল্লেখ করে আবেদনপত্র এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, গবেষণা প্রকাশনার কপিসহ সব সনদের সত্যায়িত কপি নিজ ঠিকানাসংবলিত ফেরত খামে পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: পরিচালক, RISE সেন্টার, ইসিই ভবন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা-১২০৫।
আবেদনের শেষ তারিখ: ২৭ এপ্রিল, ২০২২।
আবেদনের শেষ তারিখ: ২৭ এপ্রিল, ২০২২
বেসরকারি সংস্থায় চাকরি, সপ্তাহে দুই দিন ছুটি
আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৩

ওয়াটারএইডে চাকরি, বেতন প্রায় সোয়া লাখ, দুই দিন ছুটি
আবেদনের শেষ তারিখ: ৫ জুন ২০২৩
