নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানিতে চাকরির সুযোগ
নর্থ ওয়েস্ট (http://nwpgcl.gov.bd/sites/default/files/files/nwpgcl.portal.gov.bd/notices/02e31f81_34db_4cce_ac9e_a91ca978f412/2022-04-11-03-41-72e3b5bf6dfe5b640fe214d3c301ccce.pdf) পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৩টি পদে মোট ১৫ জনকে নিয়োগ দেবে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউও। পদগুলোর জন্য আবেদন করা যাবে আগামী ৫ মে পর্যন্ত।
আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইট (http://nwpgcl.gov.bd/) থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদন করা যাবে আগামী ৫ মে পর্যন্ত
কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডে চাকরি, বেতন সাড়ে তিন লাখের বেশি
আবেদনের শেষ সময়: ৮ এপ্রিল ২০২৩

১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার তারিখ
লিংক থেকে তারিখ জেনে নিন
