Saturday, April 16 2022

অ্যাকশনএইডে নারীদের চাকরি, বেতন ১,২১,১০০

আন্তর্জাতিক সাহায্য সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের গ্লোবাল মেন্টাল হেলথ অ্যান্ড সাইকোসোশ্যাল সাপোর্ট সার্ভিসেস (এমএইচপিএসএস) প্রজেক্টে নারী কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

  • পদের নাম: অফিসার
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকতে হবে। মেন্টাল হেলথ ও সাইকোসোশ্যাল সাপোর্টে অভিজ্ঞতা থাকতে হবে। জিবিভি প্রিভেনশন অ্যান্ড রেসপন্স প্রকল্পে অন্তত ৩ বছর কাজের অভিজ্ঞতা, বিশেষ করে নারীদের নিয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রশিক্ষণ প্রদানে দক্ষ হতে হবে। কক্সবাজারের স্থানীয় ভাষা জানা থাকলে ভালো। সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে)
কর্মস্থল: কক্সবাজার সদর
বেতন: মাসিক মোট বেতন ১ লাখ ২১ হাজার টাকা। এর সঙ্গে মেডিকেল সুবিধা, গ্রুপ লাইফ ইনস্যুরেন্সসহ অন্যান্য সুবিধা পাবেন।

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের অনলাইনে অ্যাকশনএইড বাংলাদেশের ওয়েবসাইটের এ লিংক (http://jobs.actionaidbd.org/login) থেকে আবেদন করতে হবে। নিয়োগ ও আবেদনপ্রক্রিয়া সর্ম্পকে এ লিংকে (http://jobs.actionaidbd.org/upload/circular/7ea4edee8c72eeb7b7d93098eab9a05dc8379d06.pdf) বিস্তারিত জানা যাবে।

  • পদের নাম: অফিসার
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকতে হবে। মেন্টাল হেলথ ও সাইকোসোশ্যাল সাপোর্টে অভিজ্ঞতা থাকতে হবে। জিবিভি প্রিভেনশন অ্যান্ড রেসপন্স প্রকল্পে অন্তত ৩ বছর কাজের অভিজ্ঞতা, বিশেষ করে নারীদের নিয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রশিক্ষণ প্রদানে দক্ষ হতে হবে। কক্সবাজারের স্থানীয় ভাষা জানা থাকলে ভালো। সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে)
কর্মস্থল: মহেশখালী উপজেলা
বেতন: মাসিক মোট বেতন ৯৬ হাজার ২০০ টাকা। এর সঙ্গে মেডিকেল সুবিধা, গ্রুপ লাইফ ইনস্যুরেন্সসহ অন্যান্য সুবিধা পাবেন।

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের অনলাইনে অ্যাকশনএইড বাংলাদেশের ওয়েবসাইটের এ লিংক (http://jobs.actionaidbd.org/login) থেকে আবেদন করতে হবে। নিয়োগ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে এ লিংকে (http://jobs.actionaidbd.org/upload/circular/accd878abf565c92d80aa98b5ec19e71f3128104.pdf) বিস্তারিত জানা যাবে।

আবেদনের শেষ তারিখ: ১৩ এপ্রিল ২০২২।

আবেদনের শেষ তারিখ: ১৩ এপ্রিল ২০২২


RECENT NEWS

বেসরকারি সংস্থায় চাকরি, সপ্তাহে দুই দিন ছুটি

আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৩

17 hours ago

ওয়াটারএইডে চাকরি, বেতন প্রায় সোয়া লাখ, দুই দিন ছুটি

আবেদনের শেষ তারিখ: ৫ জুন ২০২৩

17 hours ago