Tuesday, March 2 2021

চাকরির সুযোগ খাগড়াছড়িতে সহকারী শিক্ষক পদে

খাগড়াছড়ি প্রাথমিক শিক্ষা বিভাগ সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ২৫৮ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় আবেদন শুরু হয়েছে ১ মার্চ থেকে। আবেদন করা যাবে এ মাসের শেষ দিন পর্যন্ত। আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্ত জানা যাবে বিজ্ঞপ্তিতে।

২৫৮ জন সহকারী শিক্ষক খাগড়াছড়ির ৯টি উপজেলার স্কুলগুলোয় নিয়োগ পাবেন। সদরের স্কুলগুলোয় ২৭টি পদ, দীঘিনালার স্কুলগুলোয় ৫৩টি পদ, পানছড়ির স্কুলগুলোয় ৩৫টি পদ, মহালছড়ির স্কুলগুলোয় ৩২টি পদ, মাটিরাঙ্গার স্কুলগুলোয় ৩৪টি পদ, রামগড়ের স্কুলগুলোয় ১৬টি পদ, মানিকছড়ির স্কুলগুলোয় ১৯টি পদ, লক্ষ্মীছড়ির স্কুলগুলোয় ২৫টি পদ এবং গুইমারার স্কুলগুলোয় ১৭টি পদ আছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শূন্য পদের সংখ্যা কমবেশি হতে পারে। খাগড়াছড়ির জেলার স্থায়ী বাসিন্দারা (নারী ও পুরুষ) আবেদন করতে পারবেন সহকারী শিক্ষক পদে।

আবেদনের যোগ্যতা

কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

বেতন

সহকারী শিক্ষকদের বেতন হবে জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর গ্রেড ১৩ অনুযায়ী ১১০০০-২৬৫৯০ টাকা।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা (www.kbhd.gov.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। ৩১ মার্চ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আবেদন জমা দিতে পারবেন।

মোট ২৫৮ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় আবেদন শুরু হয়েছে ১ মার্চ থেকে।


RECENT NEWS

বেসরকারি সংস্থায় চাকরি, সপ্তাহে দুই দিন ছুটি

আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৩

18 hours ago

ওয়াটারএইডে চাকরি, বেতন প্রায় সোয়া লাখ, দুই দিন ছুটি

আবেদনের শেষ তারিখ: ৫ জুন ২০২৩

18 hours ago