Wednesday, March 3 2021

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে সিনিয়র অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) সদস্যভুক্ত জনতা ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড ও প্রবাসী কল্যাণ ব্যাংকে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ৩টি ব্যাংকে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে মোট ৫ জন নিয়োগ পাবেন। এ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

সিনিয়র অফিসার (প্রকৌশল-ইলেকট্রিক্যাল)’/‘সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-ইলেকট্রিক্যাল)’/‘সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) (২০১৯ সাল ভিত্তিক)

পদসংখ্যা

৫টি (জনতা ব্যাংকে ১টি, রূপালী ব্যাংকে ৩টি, প্রবাসী কল্যাণ ব্যাংকে ১টি)।

শিক্ষাগত যোগ্যতা

প্রকৌশলে (ইলেকট্রিক্যাল) ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি।

বেতন স্কেল

২২,০০০-৫৩,০৬০ টাকা এবং নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা পাবেন এই তিন ব্যাংকের যেকোনো একটিতে চাকরি পেলে।

বয়সসীমা

গত বছর ২৫ মার্চ যাঁদের ৩০ বছর পূর্ণ হয়েছে, সরকারি চাকরিতে তাঁদের আবেদনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এ নিয়ে প্রজ্ঞাপনও জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনের আলোকে এই তিন ব্যাংকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০ সালের ১ মার্চে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা একই দিনে ৩২ বছর।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা অনলাইনে erecruitment.bb.org.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ ও সময়

আগামী ১৪ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা প্রার্থীরা।

আগামী ১৪ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।


RECENT NEWS

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ

আবেদনের শেষ সময়- ২৪ মার্চ, ২০২৩

2 days ago

৪৫তম বিসিএস পরীক্ষা ২০২২ এর প্রিলিমিনারি টেস্টের সময়সূচি

১৯.০৫.২০২৩ তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে

4 days ago