Thursday, March 4 2021

সহকারী প্রোগ্রামার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে সহকারী প্রোগ্রামার নেওয়া হবে। এ পদে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করেছে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর। নবম গ্রেডের এ পদের আবেদনে আগ্রহী প্রার্থীরা ৩১ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

সহকারী প্রোগ্রামার পদে নেওয়া হবে একজন। প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক পাস হতে হবে।

২০২১ সালের ৩১ মার্চ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা-শহীদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আগ্রহী প্রার্থীরা ৩১ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।


RECENT NEWS

বেসরকারি সংস্থায় চাকরি, সপ্তাহে দুই দিন ছুটি

আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৩

18 hours ago

ওয়াটারএইডে চাকরি, বেতন প্রায় সোয়া লাখ, দুই দিন ছুটি

আবেদনের শেষ তারিখ: ৫ জুন ২০২৩

18 hours ago