কৃষি গবেষণা কাউন্সিল নেবে একাধিক কর্মী, আবেদন অনলাইনে
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: ডেটা এন্ট্রি অফিসার
পদসংখ্যা: ২
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক ডিগ্রি।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: সব জেলাপদের নাম: যানবাহন পরিদর্শক
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা পাওয়ার টেকনোলজি বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: সব জেলা
পদের নাম: ওয়ার্ড প্রসেসিং সহকারী
পদসংখ্যা: ২
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক ডিগ্রি। ডেটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: সব জেলা
পদের নাম: পিএ/সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক ডিগ্রি। সাঁটলিপিতে ইংরেজি ও বাংলায় সর্বনিম্ন প্রতি মিনিটে যথাক্রমে ৮০ ও ৫০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজি ও বাংলায় সর্বনিম্ন প্রতি মিনিটে যথাক্রমে ৩০ ও ২৫ শব্দের গতি থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: সব জেলা
পদের নাম: অডিটর
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: বাণিজ্যে স্নাতক ডিগ্রি।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: সব জেলাপদের নাম: ক্যাটালগার
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতকসহ ক্যাটালগিং ট্রেড কোর্স পাস।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, নোয়াখালী, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, ঝিনাইদহ, বরিশাল ও বরগুনা জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
বয়সসীমা
২০২২ সালের ১ জুলাই প্রার্থীর বয়স উল্লেখিত সীমার মধ্যে হতে হবে। সকল পদের ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের টেলিটকের এই ওয়েবসাইটে আবেদন ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদনের প্রক্রিয়া, ফি জমাদানের পদ্ধতি ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।
আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে ১ থেকে ৩ নম্বর পদের জন্য ৫০০ টাকা এবং ৪ ও ৫ নম্বর পদের জন্য ৩০০ টাকা, ৬ ও ৭ নং পদের জন্য ২০০ টাকা এবং ৮ থেকে ১০ নম্বর পদের জন্য ১০০ টাকা টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ৩০ জুন ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত।
আবেদনের শেষ সময়: ৩০ জুন ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত
বেসরকারি সংস্থায় চাকরি, সপ্তাহে দুই দিন ছুটি
আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৩

ওয়াটারএইডে চাকরি, বেতন প্রায় সোয়া লাখ, দুই দিন ছুটি
আবেদনের শেষ তারিখ: ৫ জুন ২০২৩
