Friday, July 1 2022

জাকস ফাউন্ডেশন নেবে কর্মী

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থসহায়তাপুষ্ট বেসরকারি উন্নয়ন সংস্থা জাকস ফাউন্ডেশন জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ক্ষুদ্র ঋণ কার্যক্রম, রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ) প্রকল্প, সমন্বিত কৃষি ইউনিট এবং মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিটে ৫৪৬ জন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

  • পদের নাম: সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক (ক্ষুদ্রঋণ কার্যক্রম)
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। সুপরিচিত ঋণ কর্মসূচি পরিচালনাকারী সংস্থায় ক্ষুদ্রঋণ কার্যক্রমে ন্যূনতম পাঁচটি শাখা পরিচালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
    বয়স: ৪৩ বছর
    বেতন: শিক্ষানবিশকালে মাসিক বেতন ৪০,০০০ টাকা। চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন ৪৪,২০০ টাকা।

  • পদের নাম: সহকারী শাখা ব্যবস্থাপক (ক্ষুদ্রঋণ কার্যক্রম)
    পদসংখ্যা: ২৫
    যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। সুপরিচিত ঋণ কর্মসূচি পরিচালনাকারী সংস্থার শাখা অফিস পরিচালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
    বয়স: ৩৫ বছর
    বেতন: শিক্ষানবিশকালে মাসিক বেতন ২৯,০০০ টাকা। চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন ৩২,৭০০ টাকা।

  • পদের নাম: সহকারী শাখা ব্যবস্থাপক (ক্ষুদ্রঋণ কার্যক্রম)
    পদসংখ্যা: ১৫
    যোগ্যতা ও অভিজ্ঞতা: পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। অভিজ্ঞতার প্রয়োজন নেই। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
    বয়স: ৩৩ বছর
    বেতন: শিক্ষানবিশকালে মাসিক বেতন ২৭,০০০ টাকা। চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন ৩২,৭০০ টাকা।

  • পদের নাম: জুনিয়র নিরীক্ষা কর্মকর্তা (ক্ষুদ্রঋণ কার্যক্রম)
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: হিসাববিজ্ঞান বা ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি। হিসাব অথবা নিরীক্ষাকাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
    বয়স: ৩৫ বছর
    বেতন: শিক্ষানবিশকালে মাসিক বেতন ২৭,০০০ টাকা। চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন ৩২,৭০০ টাকা।

  • পদের নাম: হিসাব কর্মকর্তা (ক্ষুদ্রঋণ কার্যক্রম)
    পদসংখ্যা: ৩৫
    যোগ্যতা ও অভিজ্ঞতা: হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি। সুপরিচিত ঋণ কর্মসূচি পরিচালনাকারী সংস্থার শাখা পর্যায়ে হিসাবরক্ষণকাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
    বয়স: ৩৫ বছর
    বেতন: শিক্ষানবিশকালে মাসিক বেতন ২৮,০০০ টাকা। চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন ৩২,৭০০ টাকা।

  • পদের নাম: জুনিয়র হিসাব কর্মকর্তা (ক্ষুদ্রঋণ কার্যক্রম)
    পদসংখ্যা: ১৫
    যোগ্যতা ও অভিজ্ঞতা: হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি। হিসাবরক্ষণে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
    বয়স: ৩৫ বছর
    বেতন: শিক্ষানবিশকালে মাসিক বেতন ২৫,০০০ টাকা। চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন ২৯,৮০০ টাকা।

  • পদের নাম: ঋণ কর্মকর্তা (ক্ষুদ্রঋণ কার্যক্রম)
    পদসংখ্যা: ২৫০
    যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। সুপরিচিত ঋণ কর্মসূচি পরিচালনাকারী সংস্থায় ঋণ কার্যক্রমে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী স্নাতকোত্তর প্রার্থীরাও এ পদে আবেদন করতে পারবেন। বাইসাইকেল বা মোটরসাইকেল চালিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।
    বয়স: ৩৫ বছর
    বেতন: শিক্ষানবিশকালে মাসিক বেতন ২০,০০০ টাকা। চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন ২৬,৯০০ টাকা।

  • পদের নাম: জুনিয়র ঋণ কর্মকর্তা (ক্ষুদ্রঋণ কার্যক্রম)
    পদসংখ্যা: ১৫০
    যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। সুপরিচিত ঋণ কর্মসূচি পরিচালনাকারী সংস্থায় তিন বছরের অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। বাইসাইকেল বা মোটরসাইকেল চালিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।
    বয়স: ৩৫ বছর
    বেতন: শিক্ষানবিশকালে মাসিক বেতন ১৮,০০০ টাকা। চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন ২৫,০০০ টাকা।

  • পদের নাম: আইটি অফিসার (ক্ষুদ্রঋণ কার্যক্রম)
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজিতে স্নাতক বা চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রিধারী। সিস্টেম নেটওয়ার্কিং, অফিস সফটওয়্যার পরিচালন ও প্রশিক্ষণ, শাখা পর্যায়ে সফটওয়্যার পরিচালন, প্রশিক্ষণ ও তত্ত্বাবধান, কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার ট্রাবলশুটিংয়ে দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সুপরিচিত ঋণ কর্মসূচি পরিচালনাকারী সংস্থা অথবা আইটি ফার্মে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
    বয়স: ৩২ বছর
    বেতন: শিক্ষানবিশকালে মাসিক বেতন ৩৫,০০০ টাকা। চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন ৩৯,৪০০ টাকা।

  • পদের নাম: ফ্রন্টডেস্ক অফিসার
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: হোটেল ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রি, ডিপ্লোমা ডিগ্রিধারী বা যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। কম্পিউটার (অফিস প্রোগ্রাম) পরিচালনায়, ইংরেজিতে কথা বলা ও লেখায় পারদর্শী হতে হবে। সুপরিচিত প্রতিষ্ঠানে ফ্রন্টডেস্ক অফিসার পদে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
    বয়স: ৩২ বছর
    বেতন: শিক্ষানবিশকালে মাসিক বেতন ২০,০০০ টাকা। চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন ২৬,৯০০ টাকা।

  • পদের নাম: প্রাণিসম্পদ কর্মকর্তা (মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিট)
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: ডিভিএম বা পশুপালন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। মাঠপর্যায়ে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
    বয়স: ৪৫ বছর
    বেতন: শিক্ষানবিশকালে মাসিক বেতন ৪৫,০০০ টাকা। চাকরি স্থায়ীকরণের পর প্রকল্পের নিয়ম অনুযায়ী বেতন।

  • পদের নাম: সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিট)
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: কৃষি বিষয়ে ডিপ্লোমাধারী। মাঠপর্যায়ে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
    বয়স: ৩০ বছর
    বেতন: শিক্ষানবিশকালে মাসিক বেতন ২০,০০০ টাকা। চাকরি স্থায়ীকরণের পর প্রকল্পের নিয়ম অনুযায়ী বেতন।

  • পদের নাম: সহকারী মৎস্য কর্মকর্তা (মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিট)
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: মৎস্য বিষয়ে ডিপ্লোমাধারী। মাঠপর্যায়ে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
    বয়স: ৩০ বছর
    বেতন: শিক্ষানবিশকালে মাসিক বেতন ২০,০০০ টাকা। চাকরি স্থায়ীকরণের পর প্রকল্পের নিয়ম অনুযায়ী বেতন।

অন্যান্য সুবিধা
সব পদের প্রার্থীদের মাসিক বেতনের পাশাপাশি মোবাইল বিল, জ্বালানি বিল ও নীতিমালা অনুযায়ী টিএ/ডিএ প্রদান করা হবে। সংস্থার নীতিমালা অনুযায়ী স্টাফ কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, সিটি ভাতা প্রদান করা হবে। আবাসন ঋণ, প্রভিডেন্ট ফান্ড ঋণ ও মোটরসাইকেল ঋণের সুবিধা আছে। সংস্থায় কর্মরত স্টাফের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির সুযোগ আছে। সব পদে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ আছে।

শর্তাবলি
সব পদের জন্য কমপক্ষে ছয় মাস শিক্ষানবিশ হিসেবে দায়িত্ব পালন করতে হবে। চাকরিতে যোগদানের আগে সংস্থার চাহিদা অনুযায়ী বাবা বা দায়িত্বশীল ব্যক্তিকে জামিনদার হিসেবে সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হতে হবে। সংস্থার বিভিন্ন কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই। সব পদে যোগ্যতাসম্পন্ন নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি ও দুজন ব্যক্তির রেফারেন্সসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত এবং আবেদনপত্র ডাকযোগে অথবা সরাসরি পাঠাতে হবে। আবেদনপত্রে ই-মেইল (যদি থাকে) ও মুঠোফোন নম্বর এবং খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: নির্বাহী পরিচালক, জাকস ফাউন্ডেশন, সবুজ নগর, জয়পুরহাট।

আবেদনপত্র পাঠানোর শেষ সময়: ২১ জুলাই ২০২২।

আবেদনপত্র পাঠানোর শেষ সময়: ২১ জুলাই ২০২২


RECENT NEWS

বিসিএস প্রশাসন একাডেমিতে একাধিক পদে চাকরির সুযোগ

আবেদনের সময়সীমা: ২৪ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর ২০২৩

4 days ago

দ্য ডেইলি স্টারে চাকরি, নবীন স্নাতকদেরও আবেদনের সুযোগ

আবেদনের শেষ সময়: ২৯ সেপ্টেম্বর, ২০২৩

4 days ago